নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী আরও বলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নেয়া হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেয়া হবে এইচএসসি পরীক্ষা।
শিক্ষা মন্ত্রী আরও জানান, এবছর এসএসসি পরীক্ষা শুরু হতে পারে নভেম্বরের ২য় সপ্তাহে, আর এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এসএসসি পর্যায়ের এসাইনমেন্ট প্রদান ১৮ই জুলাই শুরু হবে, ১২ সাপ্তাহে মোট ২৪টি এসাইনমেন্ট প্রদান করা হবে, তিনটি বিষয়ের ওপর প্রতি সপ্তাহে ২টি করে মোট ২৪টি এসাইনমেন্ট প্রদান করা হবে। এইচএসসির এসাইনমেন্ট প্রদান শুরু হবে ২৬ জুলাই থেকে শুরু হয়ে ১৫ সপ্তাহে মোট ৩০টি এসাইনমেন্ট প্রদান করা হবে।