নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৩০৭ পয়েন্টে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
লেনদেন হওয়া কোম্পানির মধ্য দর বাড়তে দেখা যায় ২৭০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের। একইভাবে দর কমে ৭৯টির এবং ২৬টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।
এদিকে গতকালের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, বিনিয়োগকারীদের চাহিদায় এগিয়ে ছিল তুলনামূলক কম পরিশোধিত মূলধনধারী কোম্পানির শেয়ার। এ দৌড়ে সবার ওপরে ছিল যে সব কোম্পানির পরিশোধিত মূলধন সর্বোচ্চ ১০ কোটি টাকা। গতকাল দিন শেষে এমন ধারার কোম্পানিতে ৮০ শতাংশের বেশি বিনিয়োগকারীদের নজর দেখা যায়।
এদিকে খাতভিত্তিক লেনদেনে চোখ রাখলে দেখা যায়, সবার শীর্ষে ছিল বস্ত্র খাত। খাতটি মোট লেনদেনে ১৪ দশমিক ৭৫ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়। লেনদেনে এর পরের অবস্থানে ছিল বিবিধ খাত। বস্ত্র খাতের মতো এ খাতের কোম্পানিতেও আগ্রহ ছিল বিনিয়োগকারীদের। দিন শেষে মোট লেনদেনে এ খাতটির অবদান দেখা যায় ১৪ শতাংশ। এর পরের অবস্থানে ছিল বিমা খাত। মোট লেনদেনে এ খাতের অবদান দেখা যায় ১১ শতাংশের বেশি। এছাড়া মোট লেনদেনে ওষুধ ও রসায়ন খাতের প্রায় ১১ শতাংশ এবং ব্যাংক খাত প্রায় ১০ শতাংশ অবদান রাখে। অন্যান্য খাতের মধ্য মিউচুয়াল ফান্ড আট শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানির ছয় শতাংশের বেশি এবং আর্থিক খাত প্রায় ছয় শতাংশ অবদান রাখে।
অন্যদিকে গতকাল দিন শেষে ডিএসইতে মোট এক হাজার ৭৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হতে দেখা যায়। আগের কার্যদিবসে যা ছিল এক হাজার ৬৪৮ কোটি টাকা। এদিকে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের মধ্য ব্লক মার্কেটের লেনদেন ছিল ৪৮ কোটি টাকা। গতকাল এ মার্কেটে মোট ৫২টি কোম্পানি অংশ নেয়।