সারাদেশে বসছে পশুর হাট: এলজিআরডিমন্ত্রী

0
0

 

নিজস্ব প্রতিবেদক: কভিড-১৯-এর মধ্যে দ্বিতীয় ঈদুল আজহা পালন করতে যাচ্ছে পুরো দেশ। মহামারির সবচেয়ে বিপর্যস্ত অবস্থার মধ্যে ঈদুল আজহা সামনে রেখে লকডাউনের বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করার পর দেশজুড়ে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, কোরবানি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

ভার্চুয়াল এ সভায় অংশ নিয়ে তাজুল ইসলাম বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার সঙ্গে আবেগ-অনুভূতি জড়িত। তাই দুর্যোগ-দুর্বিপাকেও তাকে পরিহার করা সম্ভব হয় না।

তিনি বলেন, গত বছর করোনা মহামারির মধ্যেও সরকার থেকে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। চলতি বছর কভিডের প্রাদুর্ভাব বেশি থাকার পরও মানুষের কথা বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের একমুখী চলাচল অর্থাৎ প্রবেশপথ এবং বহির্গমনের পৃথক করা, হাটে আসা সবাই যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে তা নিশ্চিত করা, ক্রেতা-বিক্রেতা প্রত্যেকের তাপমাত্রা মাপার যন্ত্র এবং হাত ধোয়ার জন্য পর্যাপ্ত বেসিন, পানি ও জীবাণুনাশক সাবান রাখার নির্দেশনা দেন মন্ত্রী।

অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় মানুষকে উৎসাহী করারও আহ্বান জানান তাজুল। তিনি বলেন, যানবাহন চলাচলে বিঘœ ঘটে এমন স্থানে পশুর হাট বসানো যাবে না, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সভায় সব সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ১৫ জুলাই থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শিথিলের ঘোষণা দেয়া হয়েছে। বাস্তবে শিথিল নয়, এ সময় কোনো বিধিনিষেধ রাখাই হয়নি। জনসাধারণের মর্জির ওপর ছেড়ে দেয়া হয়েছে।

গত বছরও কোরবানির ঈদের পরপরই সংক্রমণ বেড়ে গিয়েছিল। তখন পরিস্থিতির অবনতির জন্য প্রধানত মানুষের চলাচলকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা।

এবারের মহামারি পরিস্থিতি গতবারের চেয়ে বহু গুণে নাজুক। কভিডের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। এর মধ্যে গতকাল ২০৩ জনের মৃত্যু আর ১২ হাজারের বেশি শনাক্ত এবং সোমবারই দেশে এক দিনে রেকর্ড ১৩ হাজার ৭৬৮ রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন রেকর্ড ২৩০ জন কভিড রোগীর মৃত্যু হয়েছে। সেই আশঙ্কার মধ্যেই লকডাউন শিথিলের ঘোষণা দেয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here