প্রথম বার নতুন সিনেমায় জুটি বাঁধছেন শাহরুখ-সঞ্জয়

0
14

শোবিজ ডেস্ক: হিন্দি সিনেমা অঙ্গনে শাহরুখ খান আর সঞ্জয় দত্ত স্বনামে খ্যাত। পর্দার বাইরে এ দুই তারকা ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও অনস্ক্রিনে তাঁদের রসায়ন দেখার সৌভাগ্য হয়নি ভক্তদের। এবার সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে।

ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, এবার এক বহুভাষিক সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-সঞ্জয়। এটাই হবে এ দুই তারকার প্রথম পূর্ণদৈর্ঘ্য উপস্থিতি। আর এর মাধ্যমে এ সিনেমা হতে চলেছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত।

জানা গেছে, সিনেমার নাম ‘রাখি’। ২০১২ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘রা.ওয়ান’ সিনেমার শুরুর দৃশ্যে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। এর আগে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় দুজন নেচেছিলেন। এটুকুই। কিন্তু পুরো সিনেমায় দুজনকে কখনও দেখা যায়নি। এবারই তাঁরা প্রথম একসঙ্গে পুরো সিনেমায় কাজ করতে চলেছেন।

সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। পত্রপত্রিকার খবর, ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২ সালের ঈদে। ২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র পর এ সুপারস্টার ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরবেন। ২৯ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি। সিনেমাটি ২০২১ সালের জানুয়ারিতে মুক্তির কথা ছিল, কিন্তু ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা সম্ভব হয়নি।

গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে, সঞ্জয় দত্তকে আগামীতে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ ও ‘শমসের’ সিনেমায় দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here