দাম না বলে চীনা টিকার মূল্যছাড়ের খবর দিলেন অর্থমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: চীনা কোম্পানি সিনোফার্ম থেকে প্রাথমিক চুক্তিমূল্যের চেয়ে কম দামে দেড় কোটি ডোজ টিকা বাংলাদেশ পাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পরিবর্তিত মূল্যে দেড় কোটি ডোজ টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে ২৭ মে ক্রয় কমিটির বৈঠক শেষে সরকারিভাবে জানানো হয়েছিল, সিনোফার্মের এ টিকা কেনার জন্য প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। তবে মূল্যছাড়ের পর প্রতি ডোজের দাম এখন কত পড়বে, সে তথ্য অর্থমন্ত্রী বৈঠক শেষে বলেননি।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ওষুধাগার কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে অবশিষ্ট  ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত দুই মিলিয়ন ডোজ ভ্যাকসিন, অর্থাৎ সব মিলিয়ে ১৫ মিলিয়ন ডোজ পূর্বের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট এগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহের অনুমোদন দেয়া হয়েছে। কভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত ভ্যাকসিন প্রয়োজন হলে সরবরাহের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে।’

এবার টিকার দাম কত ঠিক হয়েছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আগের চেয়ে প্রাইস কম। শুধু এতটুকুই বলা সম্ভব। এটা নিয়ে যদি আপনারা ইয়ে করেন, তাহলে ইন দ্যাট কেস, আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবার পেছনে পড়ার সম্ভাবনা আছে।’

মে মাসে ক্রয় কমিটির সভায় চীন থেকে সরকারি পর্যায়ে সরাসরি ওই টিকা কেনার প্রস্তাব অনুমোদন করার পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেছিলেন, দেড় কোটি ডোজ টিকার মোট দাম পড়বে ১৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা।

সিনোফার্ম প্রতি মাসে ৫০ লাখ করে জুন, জুলাই ও আগস্টে বাংলাদেশকে এক কোটি ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে জানিয়ে সেদিন তিনি বলেন, ‘এই কেনাকাটায় আমাদের দেশীয় কোনো প্রতিষ্ঠান নেই। সরাসরি চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এই ক্রয় চুক্তি হচ্ছে।’

কিন্তু সেদিন টিকার দাম গণমাধ্যমের সামনে প্রকাশ করায় টিকা নিয়ে জটিলতা তৈরি হওয়ার খবর আসে গণমাধ্যমে। বলা হয়, দাম প্রকাশের বিষয়টি চীন ভালোভাবে নেয়নি। এরপর অতিরিক্ত সচিব শাহিদা আকতারকে ওএসডি করারও আদেশ আসে।

গতকাল বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই পারচেজগুলা সিলেক্টিভ পারচেজ, টেকনিক্যাল কারণে আপনাদের ডিটেইল বলতে পারি না। বলা সম্ভবও হচ্ছে না। আমার বিশ্বাস, আপনারা বিষয়টি বুঝবেন এবং আমাদের সঙ্গে ঐকমত্য পোষণ করবেন।’

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বলেন, ‘আগে চুক্তি হয়েছিল ১৫ মিলিয়নের। এর মধ্যে দুই মিলিয়ন যেগুলো দিয়েছে সেগুলো উপহার হিসেবে দিয়েছে। এখন যেহেতু দুই মিলিয়ন উপহার দিয়েছে, তাই আরও দুই মিলিয়ন যোগ করে আবার ১৫ মিলিয়ন দিচ্ছে। সেটা হবে আগের মূল্যের চেয়ে হ্রাসকৃত মূল্য।’

টিকা কেনার চুক্তি হওয়ার আগেই সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসার পর সেগুলো ‘কেনা টিকারই অংশ’ বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল।

বৈঠকে সুইজারল্যান্ডের এওটি ট্রেডিং এজি থেকে ৪৩৬ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ২০৫ টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। তাতে প্রতি ইউনিটের দাম পড়ছে ১৩ দশমিক শূন্য ৬৯ ডলার।

বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে পরামর্শকের কাজ দেয়া হচ্ছে ভারতের আরআইটিইএস ও অ্যারভি অ্যাসোসিয়েটসের জয়েন্ট ভেঞ্চারকে। সেজন্য ওই কোম্পানি পাবে ৯৭ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৩৩৪ টাকা।

এছাড়া নরসিংদীতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার’ প্রকল্পের সক্ষমতা বাড়ানোর জন্য পরামর্শকের কাজ পাচ্ছে মিসরের আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স মোহাররম বাখুয়াম, মিসরের ন্যাশনাল মেইনটেন্যান্স করপোরেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস ও ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসাল্টস বাংলাদেশ। এ জন্য খরচ হবে ৩৯ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৪৩৩ টাকা।

বিসিআইসির ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড ১৭৭ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ২৪৪ টাকায় আমদানির প্রস্তাবও এদিন ক্রয় কমিটির অনুমোদন পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here