ক্রীড়া ডেস্ক : কয়েকদিন আগে শেষ হওয়া হারারে টেস্ট দারুণ পারফর্ম করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজন একজন ব্যাট হাতে অন্যজন বল হাতে অবতীর্ণ হন ত্রাতার ভূমিকায়। শেষ পর্যন্ত বাংলাদেশও তাদের নৈপুণ্যে পেয়ে যায় বড় জয়। এর রেশ কাটতে না কাটতেই বুধবার টেস্ট র্যাংকিংয়ে সুখবর পেলেন মিরাজ-মাহমুদউল্লাহ।
হারারে টেস্টে মাহমুদউল্লাহ দলের বিপদে হাল ধরেন শক্ত হাতে। খেলেন ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস। এজন্য আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন তিনি। এখন আছেন ৪৪ নম্বরে।
বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে এবার রেকর্ড গড়া বোলিং করেনে মেহেদী হাসান মিরাজ। হারারে টেস্টে এ স্পিনার ১৪৮ রানে ৯ উইকেট নেন। তাই টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন আছেন তিনি ২৪ নম্বরে। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ৯৫ থেকে ৮৯তম স্থানে উঠে এসেছেন পেসার তাসকিন আহমেদ।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা বুধবার প্রকাশ করেছে র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ। যা করা হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট, ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজ ও অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানগুলোতে আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই প্রথম পাঁচ জন কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি ও জো রুট। এই সংস্করণের বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি স্থানে যথারীতি আছেন প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হেইজেলউড ও নিল ওয়্যাগনার।
আর টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে জেসন হোল্ডার।