নিজস্ব প্রতিবেদক: কভিড-১৯ সংক্রমণের মধ্যে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় অভ্যন্তরীণ রুটে আবার নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের দুই বেসরকারি এয়ারলাইনস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ইউএস বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে জানান, ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, কক্সবাজারে দুটি, সৈয়দপুরে সাতটি, যশোরে ছয়টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে চারটি করে ফ্লাইট চালাবে।
নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত তারা প্রতিদিন চট্টগ্রামে ছয়টি, সৈয়দপুরে ছয়টি,
যশোরে ছয়টি, বরিশালে চারটি, সিলেটে তিনটি, রাজশাহীতে তিনটি ও কক্সবাজারে দুটি ফ্লাইট পরিচালনা করবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট চালু করলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত কয়টি রুটে তাদের ফ্লাইট চলবে সে বিষয়ে জানা যায়নি।
মহামারির শুরু হওয়ার পর গত বছর মার্চে দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। অবশ্য জুলাই থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে আকাশপথ।
চলতি বছর কভিডের দ্বিতীয় ঢেউ শুরু হলে সরকার ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করে। ওই বন্ধ করা হয় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। তবে ২১ এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।
তবে সরকার ঘোষিত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।