ঈদে খুলছে সড়ক, নৌ ও আকাশপথ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশে চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার। গত ১ জুলাই যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো তা আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে শুরু হয়ে ২৩ জুলাই ভোর ৬ টা পর্যন্ত শিথিল থাকবে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এসময় ঈদে জনসাধারণের চলাচলের জন্য সড়ক, নৌ ও আকাশপথসহ সব ধরনের গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিধিনিষেধ শিথিলাবস্থায় সড়কপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন যেমন বাস, মিনিবাস, রিক্সা, অটোরিক্সা ইত্যাদি যাত্রী পরিবহণ করতে পারবে।

এদিকে, সোমবার (১২ জুলাই) রেল মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে সকল জেলায় রেল চলাচল করবে।

আরও জানানো হয়, এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট বিক্রি করা হবে না।

শিথিলাবস্থায় নৌপথেও যাত্রী পরিবহণ চালু থাকবে। সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ, ফেরি, স্পিডবোট ও নৌকা যাত্রী পরিবহণ করবে।

অন্যদিকে, যাত্রীদের চলাচলের সুবিধার্থে এসময় সব ধরনের বিমান যোগাযোগও অব্যাহত থাকবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

এছাড়াও, বিধিনিষেধ শিথিল থাকা অবস্থায় শপিংমল, মার্কেট, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলা থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here