ক্রীড়া ডেস্ক : একসময় গেইলের ব্যাটে থাকত ‘ইউনিভার্স বস’ লেখা স্টিকার। কিন্তু আইসিসির বাধায় সেটা সরিয়ে ফেলতে হয়েছে তার। এখন তার ব্যাটে থাকে শুধু ‘দা বস’। তবে এবার অনেকটা মজা করেই তিনি বললেন, আইসিসি নয়, ক্রিকেটের বস আমি নিজেই।
আইসিসির পলিসি অনুযায়ী, ক্রিকেটাদের পোশাকে বা ক্রিকেট সামগ্রীতে ব্যক্তিগত ব্র্যান্ডিং ও কোনো বার্তার সুযোগ নেই। তবে সোমবার অস্ট্রেলিয়াকে হারানোর পর সে প্রসঙ্গ উঠলো গেইলের সামনে। তাই ব্যাপারটি তিনি অনেকটা মজার ছলেই বললেন, ‘এখানে (ব্যাটে) শুধু লেখা ‘দা বস।’ আসলে তো এটা ‘ইউনিভার্স বস।’ তবে আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি। তাই সংক্ষপ্তি করে শুধু ‘দা বস’ করে নিয়েছি। কারণ আমিই তো বস!’
টেকনিক্যালি ‘ইউনিভার্স বস’ তো আসলেই আইসিসিই, তারাই ক্রিকেট চালায়! এমন প্রশ্নের জবাববে স্বভাবসুলভ হাসিতে গেইলের উত্তর, ‘না না না, তারা নয়, আমিই…. আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সোমবার ব্যাট হাতে ঝড় তোলেন গেইল। ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংসই নয়, এই ম্যাচে তিনি পূরণ করেছেন টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান। আর কোনো ব্যাটসম্যানের এমনকি ১১ হাজার রানও নেই।
মাইলফলক ছুঁয়ে এখন গেইল তাকিয়ে ১৫ হাজারের দিকে, ‘১৪ হাজার টি-টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন। এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। আশা করি, আরও অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারব, এখনও আমার সামর্থ্য কতটা আছে।’