নিজস্ব প্রতিবেদক: মহামারি কভিড-১৯ রোধে আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিন শর্তসাপেক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। গতকাল তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কভিড মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে।
ঈদ সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালু করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়। আর ১৭ জুলাই থেকে রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেয়া হয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, ঈদ সামনে রেখে গণপরিবহন এবং শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তাভাবনা রয়েছে। এ-সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। গতকাল রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
একই সঙ্গে মঙ্গলবার বিকাল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন খালি রেখে ট্রেন চলাচল করবে। ট্রেনযাত্রীদের বিশেষ নির্দেশনার মধ্যে রয়েছেÑকোনো প্রকার ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন-কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রিম টিকিট যাত্রার পাঁচ দিন আগে কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ। তাই অযথা কাউন্টারে ভিড় করা থেকে বিরত থাকুন। ট্রেনে ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই শুধু ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।