নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে একুশে পদকপ্রাপ্ত কবি মুহম্মদ নূরুল হুদাকে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩-এর ধারা ২৬(২) এবং ধারা-২৬(৩) অনুযায়ী প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক কবি মুহম্মদ নূরুল হুদাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হলো।
চলতি বছরের ২৫ মে কবি হাবিবুল্লাহ সিরাজী মারা যান। এরপর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এএইচএম লোকমান।
১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালীতে জš§গ্রহণ করেন কবি মুহম্মদ নূরুল হুদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নের সময়ই সাহিত্য অঙ্গনে তার পদচারণা শুরু।
নূরুল হুদা এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
পরে বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পান। কর্মজীবনে জার্মানি, জাপান, আমেরিকা, হাওয়াই, লন্ডন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, বেইজিং, শ্রীলঙ্কা, তুরস্ক প্রভৃতি দেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন তিনি, পেয়েছেন নানা সম্মাননা।
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৮ সালে তিনি পান বাংলা একাডেমি পুরস্কার।
মুহম্মদ নূরুল হুদা কবিতার পাশাপাশি লিখেছেন উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, কাব্যনাট্য, গান। ‘জাতিসত্তার কবি’ হিসেবে পরিচিতি মুহম্মদ নূরুল হুদা ২০১৫ সালে পান একুশে পদক।