কুষ্টিয়ায় টিকা নিতে মানুষের উপচেপড়া ভিড়

0
0

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাস ভয়াবহ রূপ নেওয়ায় কুষ্টিয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বহুগুণ বেড়েছে। শহরের কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে আজ সোমবার টিকা নিতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে সেখানে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না।

আজ সোমাবর সকাল থেকে টিকা নিতে লম্বা লাইনে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। মোবাইলে বার্তা পাওয়ার পরই টিকা নেওয়ার নিয়ম থাকলেও বেশির ভাগ মানুষ রেজিস্ট্রেশন করেই টিকা নিতে চলে এসেছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেছেন, আজ সোমবার ৬০০ জনকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মানাতে পর্যায়ক্রমে মোবাইলের বার্তা ধরে টিকা দেওয়া হবে। কিন্তু, না জেনে কয়েক হাজার মানুষ আজ লাইনে দাঁড়িয়েছে। জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সবাই এখন টিকা নিতে চাচ্ছেন। এতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে। তাই সবাইকে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সিভিল সার্জন আরও বলেন, ‘সবাই টিকা পাবেন। জেলায় এ পর্যন্ত দ্বিতীয় দফায় ২২ হাজার রেজিস্ট্রেশন হয়েছে। গতকাল রোববার পর্যন্ত চার হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ৪০ হাজার ডোজ টিকা মজুদ আছে। এর মধ্যে ২০ হাজার জনের প্রত্যেককে দুই ডোজ করে টিকা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here