ইউরোতে গোল্ডেন বুট জিতেছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক: ইউরো কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তবে দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ সাফল্য পেয়েছেন। তিনি জিতেছেন গোল্ডেন বুট।

রোনালদো এবারের ইউরো কাপে চার ম্যাচে পাঁচ গোল করেছেন এবং একটি গোলে পাস দিয়েছেন। চেক প্রজাতন্ত্রের প্যাট্রিকও পাঁচ গোল করেন, তবে পর্তুগীজ তারকা অ্যাসিস্টের নিরিখেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন, গোল্ডেন বুট জেতেন।

টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন ইতালির গোলরক্ষক দোনারুমা। তিনি টুর্নামেন্টে নয়টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ফাইনালে জোড়া পেনাল্টি আটকে দেন। তিনটি ম্যাচে কোনো গোল খাননি। গোটা টুর্নামেন্টে মাত্র চারটি গোল হজম করেন তিনি।

তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনের পেদ্রি। এছাড়া স্টার অব দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন সবচেয়ে বেশি বয়সে ইউরোর ফাইনালে গোল করা বোনুচ্চি।

ইউরোর পুরস্কারের তালিকা

চ্যাম্পিয়ন : ইতালি।

রানার্সআপ : ইংল্যান্ড।

স্টার অব দ্য ফাইনাল : লিওনার্দো বোনুচ্চি।

টুর্নামেন্টের সেরা : দোনারুমা।

গোল্ডেন বুট : ক্রিস্টিয়ানো রোনালদো।

সেরা তরুণ ফুটবলার: পেদ্রি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here