দ্বিতীয় মেয়াদে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

0
0

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম ঘনবসতিপূর্ণ দেশ ইথিওপিয়ায় দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন আবি আহমেদ। তার ক্ষমতাসীন প্রসপেরিটি পার্টি ৪৩৬টির মধ্যে ৪১০টি আসনে বিজয়ী হয়েছে। ফলে আগামী পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে দেশটির শাসনভার তার কাঁধে থাকছে।

দেশজুড়ে সংঘাতের মধ্যেই গত ২১ জুন ইথিওপিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার ফলাফল ঘোষণা করে জাতীয় নির্বাচন বোর্ড। এতে দেখা গেছে অধিকাংশ আসনে তার দল বিজয়ী হয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনায় কিছু আসনে ভোটগ্রহণ হয়নি। সেগুলো আপাতত শূন্য থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ২০১৮ সালে প্রথমবার ক্ষমতায় বসেন আবি আহমেদ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশজুড়ে বিক্ষোভ, অরাজকতা ও করোনার সংক্রমণের মধ্যেই আবি আহমেদ নাটকীয়ভাবে ফের ক্ষমতায় বসছেন। বিশেষ করে টাইগ্রে অঞ্চলে সংঘাতের কারণে তার সরকারের কঠোর সমালোচনা করেছে বিশ্ববাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here