নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খেটে খাওয়া মানুষদের জেল-জরিমানা করে বা ধমক দিয়ে করোনা সংক্রমণ কমানো যাবে না।
আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সভায় নেয়া সিদ্ধান্তগুলো জানান বিএনপির মহাসচিব। এসময় খুলনা, রাজশাহী, রংপুর এবং চট্রগ্রামে বিএনপির সহায়তা কেন্দ্র চালুর কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, কঠোর বিধিনিষেধ বা কারফিউ দেয়ার আগে দিন আনে দিন খায় এমন শ্রমিক এবং বেকার হওয়াদের জন্য নগদ সহায়তা ছাড়া কোন কিছুই কার্যকর সম্ভব নয়। আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা করোনার টেস্ট কিট, টিকা, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শুধু দুর্নীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
মানুষের করোনা নিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধানের জন্য এ অবস্থা পরিবর্তনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।