নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সব ধরনের প্রস্তুতি গ্রহণ ও ব্যবস্থাপনাগত বিন্যাস নিশ্চিত করার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ঈদুল আজহার দিন পশু কোরবানির পর, পরবর্তী ১০ ঘণ্টার মধ্যে নগরীর সব অলিগলি থেকে পশুর বর্জ্য ও আবর্জনা সংগ্রহ করে দুটি ট্রেন্সিং গ্রাউন্ডে ডাম্পিং করা হবে। এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটি, পরিচ্ছন্ন বিভাগ ও বিদ্যুৎ উপ-বিভাগ, যান্ত্রিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও পরামর্শ সাপেক্ষে করণীয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি গত বৃহস্পতিবার বিকালে চসিকের অস্থায়ী কার্যালয়ে বিভাগীয় ও শাখাপ্রধানদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চসিক কর্তৃপক্ষ।
মেয়র বলেন, বর্জ্য অপসারণ ও ডাম্পিংয়ে যান্ত্রিক শাখার সরঞ্জামসহ বিভিন্ন ধরনের ২০০টি পরিবহন প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে ভাড়ায় আরও পরিবহন যুক্ত করা হবে। পশু কোরবানির বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণের ক্ষেত্রে চসিকের সুনাম রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের দিন ও পরের দিন চসিকের পরিচ্ছন্ন ও যান্ত্রিক বিভাগের জনবল মাঠে থাকবে। ঈদের দিন রাত ১০টার পর কোথাও কোরবানির পশুর বর্জ্য পড়ে থাকলে তা চসিক কন্ট্রোলরুমে জানানো হলে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হবে।
তিনি আরও বলেন, নগরীর দুটি আবর্জনার (ট্রেন্সিং গ্রাউন্ড) বর্জ্য ডাম্পিংয়ের জন্য সমান করা হয়েছে এবং আবর্জনাবাহী গাড়ি যাতায়াতের পথগুলো চলাচল উপযোগী করা হয়েছে। নগরীতে কোরবানির পশু হাট-বাজারগুলোয় যাতে লোকসমাগম সীমিত থাকে এবং স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা যাতে উপেক্ষিত না থাকে সে ব্যাপারে চসিক কঠোর সতর্কতা অবলম্বন করবে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।