অনিয়মকারীদের সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

0
0

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশে যারা অনিয়ম করে ব্যবসাপ্রতিষ্ঠান চালাচ্ছেন রূপগঞ্জের ঘটনায় মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করে তাদের সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (১১ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

কাদের বলেন, করোনার টিকা যেভাবে আসছে তাতে দেশে টিকার সংকট হবে না। কৃত্রিম সংকট নিয়ে যারা কথা বলছেন তারা আসলে করোনা নিয়ে রাজনীতি করছেন।

করোনায় পার্শ্ববর্তী দেশ ভারতে দ্বিতীয় ঢেউ এর তুলনা করে ওবায়দুল কাদের বলেন, জীবন-জীবিকার মধ্যে সমন্বয় করে করোনা মোকাবেলা করছে সরকার। দেশে করোনা রোগী বাড়লেও অক্সিজেনের সংকট নেই।

এসময় দেশের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে অক্সিজেন ক্নসেনট্রেটর, হাইফ্লো নজেল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here