নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড স্বজনের খোঁজে মর্গে ভিড়
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের পর নিখোঁজ কর্মীদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ভিড় করছেন তাদের স্বজনরা। উদ্ধার করা লাশগুলো এতটাই পুড়েছে যে, তাদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করাতে হচ্ছে। যাদের স্বজন নিখোঁজ, মিলিয়ে দেখতে তাদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি।সিআইডি ডিএনএ ল্যাবরেটরির পরীক্ষক মাসুদ রাব্বি গতকাল সকালে বলেন, ৩৯ জনের স্বজন থেকে নমুনা নেয়া হয়েছে। বৃহস্পতিবার রূপগঞ্জের ওই কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনটি লাশ নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। তাদের শনাক্ত করা যায়। শুক্রবার ৪৮ জনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ফায়ার সার্ভিস। এগুলো এতই পোড়া যে, নারী-পুরুষ বোঝাও দুষ্কর। তাদের স্বজনরা মর্গে ভিড় করলেও শনাক্ত না হওয়ায় এখনই লাশ হস্তান্তরের সুযোগ নেই।কারখানার সিনিয়র অপারেটর মোহাম্মদ আলীর (২৮) খোঁজে গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়েছিলেন তার বাবা শাহাদত হোসেন ও ভাই টিপু সুলতান। পাবনার সুজানগর উপজেলায় আটখালীর ঘনশংকর গ্রামের বাসিন্দা শাহাদত কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুন লাগার পর ছেলে আমাকে ফোন দিয়েছিল। ছাওয়াল আমার কোথায়? সে আমার কাছে মাফ চেয়ে নেয়। শুধু বলেছে, গেটে তালা, চারদিকে আগুন।’কয়েক মাস আগে মোহাম্মদ আলীর মা রোকেয়া খাতুন মারা গেছেন। তার চার সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন মোহাম্মদ আলী। নুর মোহাম্মদ নামে দুই মাসের একটি সন্তান রয়েছে মোহাম্মদ আলীর। ছোট ভাই টিপু সুলতান বলেন, তিন বছর ধরে ওই কারখানায় ২৫ হাজার টাকা বেতনে চাকরি করতেন মোহাম্মদ আলী।গতকাল সকাল থেকে সন্তানের খোঁজে মর্গে ছিলেন মিতুর (১৬) বাবা বিল্লাল হোসেন। তিনি বলেন, তিন মাস আগে ৫ হাজার টাকা বেতনে চাকরি নিয়েছিল মিতু। মিতর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।নরসিংদী থেকে বৃদ্ধ জসিম উদ্দিন ও তার স্ত্রী জোসনা বেগম মেয়ে লিমার (২৩) খোঁজে মর্গে আসেন। কিশোরগঞ্জের পটিয়াদী থেকে রাবিয়ার (২৩) খোঁজে এসেছিলেন তার বাবা চান্দু মিয়া।ফুড ইঞ্জিনিয়ারির জিহাদ রানার (২৭) খোঁজে আসেন তার বাবা শওকত হোসেন খোকন। জিহাদের বাড়ি জামালপুর সদরে, ওই কারখানায় চার বছর ধরে চাকরি করতেন তিনি।মেয়ে সেলিনার (১৪) জন্য কিশোরগঞ্জ থেকে এসেছেন মা আমেনা বেগম ও বাবা মোহাম্মদ সেলিম।৪৮টি লাশ আসার পর ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত হয় সেগুলোর। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, এরপর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ১৫টি লাশ। বাকিগুলো ঢাকা মেডিকেলে রয়েছে।