সাবেক সাংসদ এম নাসের সপরিবারে করোনায় আক্রান্ত

0
18

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, তাঁর সহধর্মিণী মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি রেজিনা নাসেরসহ তাদের এক সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন।

এম নাসের রহমানের ব্যক্তিগত সহকারী শাহাজান সিরাজ আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েক দিন ধরে নাসের রহমান, তাঁর স্ত্রী ও এক সন্তান করোনার উপসর্গে ভুগছিলেন। পরে করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হয়। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তারা ভর্তি হয়েছেন। সেখানে তারা আইসোলেশনে আছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদের সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ায় তাদের আশু সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) জানান, নাসের রহমান, তাঁর স্ত্রী রেজিনা নাসের এবং তাদের সন্তানের আশু সুস্থতা কামনা করা হয়েছে। এজন্য আজ শুক্রবার জেলার সব মসজিদে বিএনপির পক্ষ থেকে বিশেষ দোয়া করার জন্য দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here