নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলা কঠোর লকডাউনের নবম দিন শুক্রবারে রাজধানীর বিভিন্ন সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কমলেও অলিগলিতে বেড়েছে মানুষের ভিড়। কাঁচাবাজারগুলোয় বেড়েছে ক্রেতাদের আনাগোনা।
গতকাল শুক্রবার সকালের দিকে রাজধানীর শান্তিনগর, মালিবাগ, ফকিরেরপুল, মৌচাক, কাকরাইল, বিজয়নগর, পুরান ঢাকা ও মিরপুর এলাকা ঘুরে গত কয়েক দিনের তুলনায় রাস্তায় প্রাইভেট কার কম দেখা গেছে। তবে রিকশা ছিল অন্য দিনের মতোই।
ফকিরাপুল বাজারে সকাল সাড়ে ৯টায় মানুষ ভিড় দেখে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জরিমানাও করা হয়।
সেখানে মাইকে বলা হচ্ছিল‘বাজারে ভিড় করা যাবে না। সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ। দ্রুত বাজার শেষ করে চলে যান। সকলে মুখে মাস্ক পড়ুন।’
বাজার করতে আসা এজিবি কলোনির বাসিন্দা হাফিজুর রহমান বললেন, ‘এত মানুষ থাকলে ভাইরাস তো গুনগুন করবে। কিন্তু পেটেও কিছু দিতে হবে। দেখেন অনেকের মুখে মাস্ক নেই। এভাবে হলে সংক্রমণ থেকে আমরা রেহাই পাব কীভাবে বলেন?’
মালিবাগ ও শান্তিনগর বাজারেও একই অবস্থা দেখা গেছে। শান্তিনগর বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষিকা ফরিদা কানিজ বলেন, ‘বাজার করতে এসে দেখলাম এখনও অনেকে মাস্ক না পরে গলায় ঝুলিয়ে রাখে। এরকম হলে কীভাবে আমরা ভয়াবহ করোনার ছোবল থেকে মুক্ত হব? আইনশৃঙ্খলা বাহিনী তো চেষ্টা করছে, কিন্তু মানুষ সচেতন না হলে আমাদের সামনে অনেক বিপদ আছে।’
রামপুরা, মৌচাক, কাকরাইল ও বিজয়নগর ঘুরে দেখা গেছে, সড়কে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় ছিল কম, তবে রিকশা চলেছে দেদার। এসব এলাকার অলিগলিতে মানুষের ভিড় দেখা গেছে।
কাকরাইল ও বিজয়নগরে পুলিশের চেকপোস্টগুলোয় পুলিশ সদস্যরা প্রাইভেট কার দেখলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেনÑকেন বের হয়েছেন?
মোহাম্মদপুরের টাউনহল বাজারের মুদি ব্যবসায়ী নজরুল ইসলাম জানালেন, সকাল সাড়ে ৭টায় তিনি দোকান খুলেছেন। দুই ঘণ্টায় দেড় হাজার টাকার মতো কেনাবেচা হয়েছে। পরে ক্রেতাদের ভিড় আরও বেড়েছে।
মাছের বাজারেও ব্যবসায়ীদের হাঁকডাক করতে দেখা যায়। নূরজাহান রেডের বাসিন্দা ব্যবসায়ী জাফর ইকবাল জানান, সকালে তিনি স্বাস্থ্যবিধি মেনেই বাজারে যান, কিন্তু ব্যবসায়ীদের অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি। ক্রেতারাও নিয়ম মানছেন না। আমি একা মেনে কী হবে? যদি আমার পাশের মানুষটা না মানে, তাহলে আমিও ঝুঁকির মধ্যে থাকছি।
সকাল ৮টায় বেড়িবাঁধের বস্তি থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন বাসের হেলপার সুন্নাত আলী। বাস বন্ধ থাকায় কয়েক দিন ধরে তিনি রিকশার প্যাডেলে পা রেখেছেন। তবে প্রতিদিন চালান না। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চালিয়ে ২০০ টাকা আয় করেছেন, তার মধ্যে ৭৫ টাকা মালিককে দিতে হয়েছে বলে জানালেন।
তিনি বলেন, ‘আজ বের হইছি, কালকের চেয়ে বেশি কামাইতে চাই।’
গাড়ি নিয়ে আটি বাজার থেকে মোহাম্মদপুর তাজমহল রোডে আসা ব্যবসায়ী সালাম মিয়া জানান, এক আত্মীয়র অসুস্থতার খবর পেয়েছিলেন রাতে। সকালে তার সঙ্গে দেখা করতে এসেছেন। পথে কোথাও আইনশৃঙ্খলা বাহিনী তাকে থামায়নি।
পুরান ঢাকার আজিমপুর, লালবাগ, কেল্লারমোড়, বকশিবাজার ও পলাশীর অলিগলির চিত্র ছিল আগের কয়েক দিনের মতোই।
গলির ভেতর ভ্যানগাড়িতে ফল আর সবজি বিক্রি হচ্ছে। সবজি ও মুদি দোকানগুলোয় ক্রেতাদের ভিড়, স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না।
আজিমপুর চৌরাস্তায় আর কেল্লারগেট এলাকায় পুলিশের তৎপরতা দেখা গেছে। তবে পলাশীর মোড়ে পুলিশ ছিল না সকালে।
শুক্রবার মিরপুর ১১, ১২, কালশীর প্রধান সড়ক ও গলিগুলোয় গাড়ির চলাচল অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে কম ছিল।
কালশী মোড়ে বেশ কয়েকটি মোটরসাইকেল যাত্রী পরিবহনের অপেক্ষায় ছিল, তবে যাত্রী পাচ্ছিলেন না চালকরা। তাদের একজন শফিক হোসেন বললেন, ‘অন্যদিন যাত্রীরা বাইক পায় না, আর আজকে আমরা যাত্রী পাচ্ছি না।’
তবে বাজার, খাবারের দোকান ও সবজির ভ্যানগুলোয় মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দেখা গেছে। চায়ের দোকানগুলোয় অন্যান্য দিনের তুলনায় ভিড় ছিল কম।
লকডাউনে যেসব দোকান বন্ধ থাকার কথা, সেগুলো খুলে রাখতে দেখা গেছে। ইলেকট্রনিকস সামগ্রী, প্লাস্টিকের জিনিসপত্রের দোকান, লাইব্রেরি ও টেইলার্স খোলা।
মিরপুর ১২ নম্বরের আধুনিক টেইলার্সের মালিক মো. ইদ্রীস বলেন, দোকান খোলা না রাখলে কী কাজ হবে? বাসায় বসে থাকলে খাবার তো কেউ দিয়ে যাবে না। দোকান খোলা থাকলে কাজও হবে, ইনকামও হবে। আমরা খেয়াল রাখি, পুলিশের গাড়ির আওয়াজ পেলে শাটার আটকে দিই। তাছাড়া আর কী করব, বলেন?