ক্রীড়া ডেস্ক: ১৬ মাস পর আচমকা টেস্টে ফিরেই সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বীরত্বে হারারে টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। ঠিক এমন সময় জানা গেল টেস্ট থেকে অবসরের ইচ্ছের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনও।
বোর্ড সুত্রে জানা গেছে, হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে টিম মিটিংয়ে নিজের অবসরের ইচ্ছে প্রকাশ করেন মাহমুদউল্লাহ।
এরআগে ২০০৯ সালের ৯ জুলাই কিন্সটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। তবে শেষ কয়েক বছরে এই ফরম্যাটে নিয়মিত নন তিনি। সাদা পোশাকে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।