আড়ানীর মেয়র ঈশ্বরদীতে গ্রেপ্তার

0
0

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে পাবনার ইশ্বরদীর পাকশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ ও ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

তারা পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অভিযান চালিয়ে মেয়র মুক্তারের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। এ সময় রাজন নামের তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

এরপর তাকে নিয়ে অভিযান চালানো হয় বাঘা উপজেলার আড়ানীতে তার নিজ বাড়িতে। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে চার বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা, নগদ এক লাখ ৩২ হাজার টাকা ও দেশীয় ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

এসপি জানান, রাজন মেয়র মুক্তারের শ্যালক। তিনি মেয়রের সবল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এর আগে গত ৭ জুলাই মেয়র মুক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৩ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে পলাতক ছিলেন মেয়র মুক্তার।

মুক্তার আলী আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ২০১৫ সালে তিনি দলীয় মনোনয়নে মেয়র হয়েছিলেন। সে সময় তিনি যুবলীগের সভাপতি ছিলেন। যুবলীগ নেতা হওয়ার পর থেকেই তিনি ছিলেন বেপরোয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here