সর্বোচ্চ শনাক্তের দিনে ১৯৯ মৃত্যু

0
9

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা সংক্রমণের ৪৮৭ তম দিনে রেকর্ড ১১ হাজার ৬৫১ রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। আর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়েছিলো। আজ মৃত্যু হয়েছে আরও ১৯৯ জনের। যা সংখ্যার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গতকাল বুধবার (৭ জুলাই) ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিলো ২০১ জনের। গত সোমবার (৫ জুলাই) করোনায় একদিনে তৃতীয় সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়। এরপর মঙ্গলবার তৃতীয় সর্বোচ্চ ১৬৩ জনের মৃত্যু হয় দেশে।

আজ বৃহস্পতিবার  বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টার ১৯৯ মৃত্যু নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৯২ জনের। নতুন শনাক্ত নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এখনও পর্যন্ত মহামারির সাথে লড়াই করে সেরে উঠেছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

প্রতি ১০০টি নমুনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২। এখনও পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৭। মৃত্যু হার ১ দশমিক ৬০।

২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৮ হাজার ২৪টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ ২১ হাজার ২২১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৪৫ হাজার ৪৬১টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে পুরুষ মারা গেছেন ১৩৩ জন, আর নারী ৬৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১১ হাজার ১৩৫ জন এবং নারী মারা গেলেন চার হাজার ৬৫৭ জন।

তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১০৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে নয় জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে দুই জন।

মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের ৫৫ জন, বরিশাল বিভাগের তিন জন, সিলেট বিভাগের পাঁচ জন, রংপুর বিভাগের ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১০ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৪৫ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন এবং বাড়িতে মারা গেছেন ১২ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইডিসিআর জানিয়েছে, গত জুন মাসে দেশে কোভিড-১৯ রোগীদের নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে, ৭৮ শতাংশই ডেল্টা ধরনের।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ লাখ ২০ হাজার ২৫২ জনের। সুস্থ হয়েছেন ১৭ কোটি ১ লাখ ৮১ হাজার ৫২৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ১৭ লাখ ৭৩ হাজার ১০ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ১৮ কোটি ৫৯ লাখ ৭৪ হাজার ৭৮৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here