রাজধানীতে গ্রেপ্তার আরও সহস্রাধিক

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনার তাণ্ডবে সারাদেশ যখন জবুথবু, তখনও প্রতিনিয়ত উপেক্ষিত হয়ে চলেছে সরকারঘোষিত বিধিনিষেধ। করোনার সংক্রমণ রুখতে বিনা কারণে বাইরে বের হওয়া নিষেধ করা হলেও মানুষ তা যেন মানতেই চাইছেন না। কঠোর এ বিধিনিষিধের সপ্তম দিনে বিনা কারণে ঘরের বাহিরে বের হওয়ায় আরও এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩১৮ জনকে জরিমানা করা হয়েছে ১৬ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। এছাড়া ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়িকে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

অতিরিক্ত উপ-কমিশনার বলেন, করোনার উদ্বেগজনক বিস্তার ঠেকাতে সরকারঘোষিত চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ সপ্তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় এসব ব্যক্তিদের গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here