পারভীন লুনা, বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন। একই সময় নতুন করে ১৫৪ জনের দেহে কভিড শনাক্ত হয়েছে।
গতকাল বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।
মৃত পাঁচজনের মধ্যে তিনজন বগুড়ার, একজন পাবনার ও একজন সিরাজগঞ্জের।
এছাড়া কভিড উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ছয়জন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৬১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের দেহে কভিড শনাক্ত হয়। আক্রান্তের হার ২৫ দশমিক চার শতাংশ।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৫৬ জন এবং মারা গেছেন ৪৪২ জন।
বর্তমানে রোগী আছেন এক হাজার ৪৮৯ জন। এর মধ্যে তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৫৬৪ জন।