১৭ জুলাই থেকে কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন

0
15

নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে কঠোর বিধিনিষেধ। এ সময়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে ১৭ থেকে ১৯ জুলাই তিনদিন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম আজ মঙ্গলবার সকালে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রস্তুতি রয়েছে। তবে পূর্বাঞ্চলে জামালপুর থেকে পশু আসে। পশ্চিম অঞ্চলে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে পশু আসে। কিন্তু মূল আগ্রহ হলো জামালপুর।”

পশু পরিবহনে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে ট্রেনের সংখ্যা কম–বেশি হবে বলে জানান শরিফুল আলম ।

পরিবহনে ব্যবসায়ীদের কত টাকা গুনতে হবে তার সঠিক তথ্য দিতে না পারলেও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবসায়ীরা বিশেষ এই ট্রেনে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় আনতে পারবেন।

করোনা পরিস্থিতিতেই কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। গত বছরও বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here