ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকা ২০২১ এর প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখলো ব্রাজিল। রিও ডি জেনেরিওর এস্তাদিও নিল্টন সান্তোসে স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হয় পেরুর। সেমিফাইনালে নেইমার জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে ফাইনালের টিকিট এনে দেন লুকাস পাকুয়েতা।
পেরুর বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধের খেলাটা জমিয়েছিল সেভাবেই। দুর্দান্ত আক্রমণে ম্যাচের ৩৫তম মিনিটে নেইমারের কারিকুরিতে ডি-বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান লুকাস পাকুয়েতা। এই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয় আর ব্রাজিলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নিয়ে যায়। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে পেরু ফেরার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সেলেসাওদের সঙ্গে পেরে ওঠেনি পেরু।