ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

0
16

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হওয়া ছয় জন এবং উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু হয়। মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার ফিরোজা খাতুন (৮০), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), রাবেয়া খাতুন (৭৪), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রোকেয়া খাতুন (৪৫), নেত্রকোনা সদরের দিদারুল ইসলাম (৭২) ও কলমাকান্দার আব্দুল করিম (১০১)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সুমাইয়া (১৯), সদর উপজেলার ঝুনু বেগম (৬০), শেফালী (৩০), মোশাররফ (৫৫), গৌরীপুরের শেখ সাদী (৫৫), শেরপুরের গোপাল পাল (৩২), টাঙ্গাইলের রাবেয়া খাতুন (৭০), সুনামগঞ্জের আলেয়া খাতুন (৬৫) ও জামালপুরের মোহাম্মদ আলী (৫৫)।

করোনা ইউনিটের মুখপাত্র আরও জানান, মমেকের করোনা ইউনিটে ২৯৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে ২০ জন। নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২৬ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৭০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১২ জন এবং পিসিআর ল্যাব টেস্টে ৯৮ জনের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন আরও জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে জেলার ৫৬ জন এবং বিভিন্ন উপজেলা হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here