নিজস্ব প্রতিবেদক: কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন রাজধানীর সড়কগুলোতে যানবাহন এবং মানুষের চলাচল বেড়েছে। জরুরী প্রয়োাজন ছাড়াও অনেকে ঠুনকো অজুহাতে বেরিয়েছেন ঘর থেকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে মোটরসাইকেল চলতে দেখা গেছে সড়কে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, লকডাউন মানার বিষয়ে কঠোর অবস্থানে আছেন তারা। এদিকে, রাজধানীর তেজগাঁও বিভাগে চলমান বিধিনিষেধ অমান্য করায় দুপুর পর্যন্ত ৪৭জনকে আটক করেছে পুলিশ।
করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত দুইদিনের তুলনায় তৃতীয় দিন সড়কগুলোতে মানুষ ও যান চলাচলের সংখ্যা কিছুটা বেড়েছে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে বিধি-নিষেধ থাকলেও গতদিনের তুলনায় তৃতীয় দিনে সড়কগুলোতে মানুষের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও। রিক্সার পাশাপাশি মোটরসাইকেলেও যাত্রী বহন করতে দেখা গেছে অনেককে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় লোকজনের ভীড় দেখা গেছে। অলিগলিতে এদিন দেখা গেছে মানুষের বেশি চলাচল। প্রয়োজন ছাড়াই অনেকে বের হয়েছেন ঘর থেকে।
বিধিনিষেধ প্রতিপালনে রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অন্যান্য দিনের মতোই কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনীর সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। করোনা প্রতিরোধে সরকারের বিধি নিষেধ পালনের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।