চিলিকে হারিয়ে কোপার সেমিতে ব্রাজিল

0
0

 

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল। শনিবার বাংলাদেশ সময় ভোরে চিলির বিপক্ষে দশ জনের দলে পরিণত হওয়ার পরও তিতের শিষ্যরা জিতেছে ১-০ গোলে। এরফলে এ টুর্নামেন্টের সেমিফাইনালে পা রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পয়নরা।

রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। বিরতির সময় বদলি নামা লুকাস পাকুয়েতা করেছেন ম্যাচের একমাত্র গোলটি।

এরআগে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার পরপরই ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। প্রতিপক্ষের একজনের মুখে লাথি মেরে লাল কার্ড দেখেন জেসুস। গত কোপার ফাইনালেও এ মিডফিল্ডার এমন অভিজ্ঞার মুখে পড়েছিলেন।

শনিবার ব্রাজিল ও চিলি শুরুটা করে বেশ সাবধানে। তবে এদিন এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল চিলি। কিন্তু দশম মিনিটে ভেগাসের দূরপাল্লার শট নিয়ন্ত্রণে নেন দলে ফেরা ব্রাজিল গোলরক্ষক এদেরসন। পাঁচ মিনিট পর একইভাবে চেষ্টা করেন রিশার্লিসন। স্বাগতিক ফরোয়ার্ডের শট অনায়াসে ঠেকান চিলি গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

ম্যাচের ২২তম মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন রবের্তো ফিরমিনো। নেইমারের চমৎকার ক্রসে দূরের পোস্টে যেভাবে বলে পা ছোঁয়াতে চেয়েছিলেন লিভারপুলের ফরোয়ার্ড সেভাবে পারেননি। শটও তাই থাকেনি লক্ষ্যে।

বিরতির পর বদলি হয়ে মাঠে নামেন পাকুয়েতার। এক মিনিটের মধ্যেই তিনি গোলে করে আনন্দে ভাসান ব্রাজিলকে। নেইমারের কাছ থেকে বল পেয়ে চিলির খেলোয়াড়দের দুর্বল চ্যালেঞ্জ এড়িয়ে সহজেই জাল খুঁজে নেন তিনি। ফিরমিনোর বদলে বিরতির পর মাঠে নেমেছিলেন তিনি।

এক গোলে এগিয়ে যাওয়ার পরপরই দশ জনের দলে পরিণত হয় ব্রাজিল। ৪৯তম মিনিটে অনেক উপরে পা তুলে বল নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন জেসুস। কিন্তু তার বুট গিয়ে লাগে ইউজেনিও মেনার মুখে। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই মাথায় হাত দিয়ে বসে পড়েন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। বিপজ্জনক ফাউলের জন্য তাকে লাল কার্ড দেখান আর্জেন্টাইন রেফারি পাত্রিসিও লোসতাও।

দশ জনের দলে পরিণত হওয়ার পরই ব্রাজিলকে চেপে ধরে চিলি। এ সুযোগে ৬২তম মিনিটে বল জালে পাঠায় চিলি। কিন্তু অফসাইডের জন্য মিলেনি গোল। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন নেইমার। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই কোপার সেমিতে ওঠার আনন্দে মাতে ব্রাজিল।

আগামী সোমবার ফাইনালে ওঠার লড়াইয়ে পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here