সু চিকে মুক্তি দেয়ার আহ্বান জাতিসংঘের

0
10

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে মুক্ত করে দিতে জান্তা সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই আহবান জানান। এদিকে সেনা অভ্যুত্থানের পঞ্চম মাস উদযাপনে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। গতকাল (বৃহস্পতিবার) শত শত বিক্ষোভকারী দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এই বিক্ষোভ করেছে। এই সময় তারা সেনাবাহিনীর একটি পোশাক পুড়িয়েছে।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই সময় ক্ষমতাসীন দল এনএলডির নেতা অং সান সু চিকে গৃহবন্দি করা হয়। সেনা শাসনের বিরুদ্ধে দেশটিতে গত পাঁচ মাস ধরে বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় ও নির্যাতনের মুখে কয়েক সপ্তাহ বন্ধ ছিল বিক্ষোভ।

গতকাল (বৃহস্পতিবার) বিক্ষোভকারীরা সড়কে বর্নিল ধোঁয়া ছড়ায়। এসময় তারা স্লোগান দেয়, ‘আমরা কী চাই? গণতন্ত্র! গণতন্ত্র!’, ‘জনগণের জন্য, জনগণের জন্য’। দ্রুত বিক্ষোভ করে সরে যাওয়ার আগে তারা সেনাবাহিনীর একটি পোশাকে অগ্নিসংযোগ করে।

সেনাবাহিনী অবশ্য তাদের বিরোধীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। এরই মধ্যে বুধবার দুই হাজারের বেশি বন্দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এদের অধিকাংশকে অভ্যুত্থানের পর আটক করা হয়েছিল।

দ্য অ্যাসিটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি গ্রুপ জানিয়েছে, অভ্যুত্থানের পর সেনাবাহিনী ছয় হাজার ৪০০ এর বেশি মানুষকে আটক করেছে। সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ৮৮০ জনের বেশি মানুষ।

বুধবার দেশটির বিভিন্ন কারাগার থেকে তাদের মুক্তি পাওয়াদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। যারা বর্তমান সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে লেখালেখি করতেন।

বৃহস্পতিবার মিয়ানমারের উপ-তথ্যমন্ত্রী মেজর জেনারেল জ মিন তুন বলেছেন, যারা শুধু বিক্ষোভ করেছেন কিন্তু কোনো সহিংসতা করেনি, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও মুক্তি দেওয়া হবে। তবে যারা সহিংসতায় যুক্ত ছিল তাদের আটক রাখা হবে।

বিতর্কিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর থেকেই মানবাধিকার সংস্থা ও পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে রয়েছে জান্তা সরকার। ১ ফেব্র“য়ারির অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গণতন্ত্রকামীদের ওপর নির্যাতন চালিয়ে আসছে সেনা প্রশাসন। যাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৮৮৩ জন। আটক রাখা হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার আন্দোলনকারীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here