ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

0
0

 

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাত জন এবং উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার তাসলিমা (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের আজিজুন্নাহার (৩২), সেলিনা (৪০), শেরপুরের মো. হানিফ (৬০), নেত্রকোনার প্রীতিলতা (৮৫) ও গাজীপুরের কোহিনুর (৩৮)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত জন হলেন শেরপুরের আবদুল জলিল (৭৫), ময়মনসিংহের মোস্তাফিজুর রহমান (৬৫), আব্দুল মতিন (৫৮), আব্দুস সামাদ (৪৪), বিসুতুপ সাহা (৬৮), নাসিমা (৩৫) ও যশোরের জুলফিকার আলী (৮২)।

করোনা ইউনিটের মুখপাত্র আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছে ২৩৮ জন রোগী। এর মধ্যে নতুন ভর্তি হয়েছে ৪৩ জন। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন।

এদিকে, ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৬২১ জনের নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয়েছে ৭৬ জন এবং পিসিআর ল্যাব টেস্টে শনাক্ত হয়েছে ৭১ জন।

এদিকে, মমেক হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগীদের মধ্যে ৪০ জন ময়মনসিংহের বাসিন্দা বলে জানিয়েছেন সিভিল সার্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here