মডার্না ও সিনোফার্মের টিকা আসছে আজ

0
0

 

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স সুবিধার আওতায় আজ ও আগামীকাল কভিড-১৯ প্রতিরোধী মডার্নার ২৫ লাখ টিকা দেশে আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অপরদিকে চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা টিকা আজ রাতে ঢাকায় আনা হচ্ছে। প্রথম দফায় ১১ লাখ টিকা ঢাকায় আসবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামীকাল রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ ডোজ কভিডের টিকা পৌঁছাবে। তা আমরা গ্রহণ করব। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পৌঁছাবে। পরের দিন অর্থাৎ জুলাইয়ের ৩ তারিখ মডার্নার আর ১৩ লাখ ডোজ টিকা এবং ওইদিন ভোর ৫টার দিকে সিনোফার্মের ৯ লাখ ডোজ টিকা পৌঁছাবে।’

তিনি জানান, এ দুই দিনে বাংলাদেশ দুই ধরনের ৪৫ লাখ ডোজ টিকা পেয়ে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মডার্নার তৈরি ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছে দেবে। আর চীনের সিনোফার্ম থেকে কেনা টিকা বাংলাদেশ নিজেদের দায়িত্বে বেইজিং থেকে ঢাকায় আনছে। আজ এ টিকা গ্রহণ করতে রাত ১১টা ২০ মিনিটে তিনি বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান।

প্রসঙ্গত, গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেদিন এ টিকা ব্যবহারের জন্য ইমারজেন্সি ইউজ অথরাইজেশন দেয়া হয় বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

এর আগে গত ২৫ জুন কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সেদিন তিনি বলেন, ‘টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেয়ার কথা আমাদের।’

এর ঠিক একদিন পরই কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র বলে টুইটারে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মডার্নার টিকাটি গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহার্য টিকার তালিকায় যুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গত ১৮ ডিসেম্বর ইউএস-এফডিএ এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জরুরি ব্যবহারের জন্য এ টিকার অনুমোদন দেয়। মডার্নার এ টিকা ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এ টিকার প্রথম ডোজ গ্রহণের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া যাবে। এ টিকার সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাকসিনটি ব্যবহারের আগে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং আট থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর যেসব ভ্যাকসিনকে জরুরি প্রয়োগের অনুমতি দেয় তার মধ্য রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুতনিক ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, বেলজিয়ামের তৈরি ফাইজার, জনসন অ্যান্ড জনসনের তৈরি জেনসেন ও সুইডেনের তৈরি অ্যাস্ট্রাজেনেকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here