ক্রীড়া ডেস্ক: বয়স মাত্র ৩১। তারপরও জার্মানির জার্সি একবারে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার টনি ক্রুস। তবে তার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন ক্রুস। জার্মানির হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন তিনি।
এরআগের ২০১০ সালে মাত্র ২০ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল টনি ক্রুসের। ঠিক ১১ বছর পর অবসর নিলেন তিনি। সিদ্ধান্তটা সঠিক বলেই মনে হয়েছে তার৷
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে ক্রুস লিখেন, আমি জার্মানির হয়ে ১০৬টি ম্যাচ খেলেছি। এরপর আর খেলা হবে না। ভেবেছিলাম আরো কিছু ম্যাচ খেলতে পারবো। খুব করে চাইছিলাম ইউরো চ্যাম্পিয়নশিপটা যেন আমরা জিততে পারি। এই আসর শেষেই অবসর নেয়ার কথা ভাবছিলাম দীর্ঘদিন ধরে। অনেক আগে থেকেই জানতাম কাতারে ২০২২ বিশ্বকাপটা আমার খেলা হবে না। এর মূল কারণ, রিয়াল মাদ্রিদে আমি আর কয়েকটা বছর মনোযোগ দিয়ে খেলতে চাই। একইসঙ্গে একজন বাবা এবং স্বামী হিসেবে আমি আমার পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটাতে চাই। সে হিসেবেই আজ থেকে নিজের ১১ বছরের ক্যারিয়ারের ইতি টানছি।
তিনি আরো বলেন, জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলতে পারা আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার। আমি জাতীয় দলের জার্সি গায়ে পুরোটা সময় নিজেকে উজাড় করে খেলেছি। যারা সবসময় আমার পাশে থেকেছে, আমাকে সমর্থন দিয়ে গেছে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার সমালোচকদেরকেও। তারা আমাকে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করেছেন।