নিজস্ব প্রতিবেদক: খুলনার সরকারী ও বেসরকারী তিন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আজ শুক্রবার সকাল পর্যন্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ (কেএমসি) হাসপাতালের আওতাধীন ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছে। এদের মধ্যে ৭জন রেড জোনে এবং ১জন ইযোলো জোনে ভর্তি ছিলেন। এ ছাড়া খুলনা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ২জন এবং বেসরকারী গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতাধীন ১৩০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেড জোনে ৭ জন এবং ইয়োলো জোনে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। তিনি জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০৪ জন। এর মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়োলো জোনে ৫৪জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, এ হাসপাতালের ৭০ শয্যার করোনা ইউনিটের ভর্তি আছেন মোট ৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হন ৬ জন এবং সুস্থ হয়ে ফিরে গেছেন ৮ জন।
বেসরকারী গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ১০৯ জন। এদের মধ্যে আইসিইউতে ৯জন এবং এইচডিইউতে ১০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন। আর সুস্থ হয়ে ফিওে গেছেন ১৬ জন।