ক্রীড়া ডেস্ক: এবারের কোপা আমেরিকার শিরোপা জিতবে আর্জেন্টনা। এমনটাই মনে করেন সাবেক আর্জেন্টাইন কিংবদন্তী হুয়ান রোমান রিকুয়েলমে।
লিওনেল মেসিরও প্রশংসা করেছেন রিকুয়েলমে। টুর্নামেন্টের ফেভারিট প্রশ্নে তিনি আর্জেন্টিনাকেই এগিয়ে রেখেছেন। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেন, মেসি যতদিন মাঠে থাকবেন ততদিন কোপা আমেরিকা জয়ের বিষয়ে আর্জেন্টিনাই ফেভারিট থাকবে। নেইমার প্রতিভাবান খেলোয়াড়। তবে মেসি মেসিই। আপনাকে তার প্রতি আস্থা রাখতেই হবে।
তিনি আরও বলেন, আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড় আছেন। মেসি পুরো দলই ভাল করে। আশা করি শেষ পর্যন্ত জয় আসবে।
গত ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খলতে নেমে মেসি করেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে ম্যাচ খেলার রেকর্ড। কিং লিওকে নিয়ে রিয়েলমি বলেন, মেসি এমন একজন খেলোয়াড়, যিনি ফুটবল খেলতে পছন্দ করেন। তিনি সব সময় পুরো ম্যাচ খেলতে ভালবাসেন। যেমনটি বলিভিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে দেখা গেছে। আশা করি তার কোন সমস্যা হবে না।