নিজস্ব প্রতিবেদক: কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। ‘লকডাউনে’র বিধিনিষেধ নিশ্চিতে রাজধানীতে রয়েছে প্রশাসনের কড়া তদারকি।
অপ্রয়োজনে বাড়ির বাইরে কাউকে পেলেই ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শুক্রবার মিরপুরের পল্লবী, টেকনিক্যাল, গাবতলী, শাহ আলী, কাফরুল, ইব্রাহিমপুর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
টেকনিক্যাল মোড়, মিরপুর ১, ১০, ১৩ এবং ১৪ নম্বরে, পল্লবীর বঙ্গবন্ধু কলেজ মোড়ে চেকপোস্ট দেখা যায় পুলিশের। এছাড়াও বিভিন্ন পয়েন্টে যানবাহন থামিয়ে যাত্রীদের এবং চলাচলরত পথচারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিয়মিত চেকপোস্টের পাশাপাশি টহল দিচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের ক্রাইম ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। তাদের নেতৃত্বে রয়েছেন দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া পুলিশের পাশাপাশি মিরপুরের রাজপথ এবং সংযোগ সড়কগুলোতে পেট্রোলিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১ জুলাই) ‘লকডাউনে’র প্রথম দিনে অহেতুক বাইরে আসার অপরাধে মিরপুর এলাকায় শতাধিক ব্যক্তিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আটক অনেকেই জানান, ‘লকডাউন’ পরিস্থিতি দেখতে তারা বাইরে বের হয়েছিলেন।