মেসি এখন মুক্ত, চাইলেই ছাড়তে পারেন বার্সা

0
13
ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হয়েছে বুধবার। যে কারণে এ তারকা এখন মুক্ত। অর্থাৎ কোন ক্লাবের সাথেই আদতে এখন তার কোনও বাঁধন নেই – বার্সেলোনার লিওনেল মেসি এখন চাইলেই চলে যেতে পারেন প্যারিস কিংবা ম্যানচেস্টারের কোন ক্লাবে।
এরআগে গত বছর বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে যেতে পারেননি চুক্তির বাধ্যবাধকতায় । কিন্তু ২০২১ সালের জুন মাসের শেষ দিনটির শেষে বার্সেলোনায় যখন মধ্যরাত, তখনই আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ।
আর্জেন্টাইন তারকার চুক্তি নবায়ন নিয়ে নানা গুঞ্জন ও অনুমান চলছিল, কিন্তু এখনও তা বাস্তব রূপ পায়নি।
বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ অবশ্য লিওনেল মেসির সঙ্গে নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। অনেকেই মেসি সেখানেই থেকে যাবেন। কিন্তু এই মুহূর্তে মেসি চাইলে অনেক ক্লাবই তাকে বিনামূল্যে পেতে পারে।
স্প্যানিশ ফুটবল লেখক গিলেম বালাগ বলেছেন, বার্সেলোনা সপ্তাহের শুরুতেই ‘গুরুত্ব বাড়িয়ে’ চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করে দিয়েছে, আশা করা যাচ্ছে জুলাইয়ের শুরু থেকে দুই বছরের জন্য একটা চুক্তি হতে যাচ্ছে লিওনেল মেসি ও বার্সেলোনার মধ্যে, “বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার প্রধান অগ্রাধিকার এখন লিওনেল মেসির সাথে চুক্তি নবায়ন, এখন তিনি সরাসরি মেসির বাবা ও প্রতিনিধি হোর্হে মেসির সাথে দর কষাকষি করছেন।”
তিনি আরও বলেন, “আর্জেন্টাইন এই ফুটবলারকে ধরে রাখতে, ক্লাবটির বেতন সংক্রান্ত বিল কমিয়ে ২০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি নিয়ে আসতে হবে। এতে করে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র শর্তও মিটবে।”
গিলেম বালাগ বলেন, “মেসি জানে যে অন্য ক্লাবগুলোও তাঁকে চায়, কিন্তু তিনি এখনও কোন ক্লাবের সাথে আলোচনা করেননি। আগে তিনি শুনতে চান বার্সেলোনার প্রস্তাবটা কী।”
এখন লিওনেল মেসি আছেন ব্রাজিলে। কোপা আমেরিকা খেলছেন আর্জেন্টিনার হয়ে। এ টুর্নামেন্টের শেষ হওয়ার পরেই হয়তো কিং সিদ্ধান্ত নেবেন বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করবেন নাকি অন্য ক্লাবে পাড়ি দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here