প্রতিবন্ধকতা না করার আহ্বান বিএনপির

0
0

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার কভিড-১৯-পরবর্তী জটিলতার নিরসন হলেও বর্তমানে তিনি লিভার, কিডনি ও হার্টের বিভিন্ন জটিলতায় তীব্র অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বিএনপি। তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সরকারের প্রতি আহ্বান জানায় দলটি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান ব্যক্ত করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গত বুধবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হকের প্রদত্ত ‘ক্ষমা চেয়ে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ আছে খালেদা জিয়ার’ শীর্ষক বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করে বিএনপি।

এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে আরও উন্নত সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে, যা বাংলাদেশে সম্ভব নয়।

প্রিন্স বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আপনারা জানেন, তিনি কভিড-১৯-এ আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার স্বাস্থ্যগত পরিস্থিতি কতটা জটিল ও শোচনীয় ছিল, তা তার চিকিৎসকরা এরই মধ্যে জানিয়েছেন।’

প্রিন্সের অভিযোগ, সরকার খালেদা জিয়াকে ভয় পায়, ভয় পায় তার জনপ্রিয়তা ও নেতৃত্বকে। এজন্যই ফরমায়েশি রায়ের ওপর ভিত্তি করে খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখে তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায় সরকার।

বিএনপি নেতা প্রিন্স বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। খালেদা জিয়ার কিছু হলে এর সব দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। ক্ষমতা জবরদখলকারী সরকারের মন্ত্রীরা রাজনৈতিক হীন উদ্দেশ্যে আইনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলসহ বিরোধী দল ও জনগণকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করছে। এটি জনগণ বরদাশত করবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here