জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে গেছে: সিটিটিসি প্রধান

0
0

নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছর আগে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সফল অভিযানে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে গেছে বলে দাবি করেছেন সংস্থাটির প্রধান মো. আসাদুজ্জামান। ফলে দেশে বড় ধরনের কোনো জঙ্গি হামলা হয়নি বলে জানান তিনি।

গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান এসব কথা বলেন। গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে, অন্তত দুটি সংগঠন দেশের বাইরে থেকে দেশে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে এটি কতটুকু সঠিক, এমন প্রশ্নের জবাব সিটিটিসি প্রধান বলেন, ‘আমি দুটি সংগঠন বলব না। আমি বলব, দুই ব্যক্তি। আমাদের কাছে দুই ব্যক্তির ইনফরমেশন আছে, হয়তো তারা দেশের বাইরে অবস্থান করলেও করতে পারে। তদন্তের স্বার্থে আপাতত তাদের বিষয়ে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’

সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালে ১ জুলাই রাত ৮টা ৪৫ মিনিটে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় ২০ দেশি-বিদেশি নাগরিক নিহত হন। তাদের মধ্যে ৯ ইতালিয়ান, সাত জাপানি, এক ভারতীয় ও তিন বাংলাদেশি নাগরিক ছিলেন। ওই অভিযানে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন এবং পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।

তিনি বলেন, ওই হামলায় করা মামলার তদন্তভার পায় সিটিটিসি। হামলায় জড়িত সব জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। যে পাঁচ জঙ্গি হামলায় অংশ নিয়েছিল, তারা সবাই ‘অপারেশন থান্ডারবোল্ট’ অভিযানে নিহত হয়। জঙ্গি হামলায় সম্পৃক্ত ১৩ জন সিটিটিসির বিভিন্ন অভিযানে নিহত হয়। ঘটনার এক বছরের মাথায় ২০১৭ সালের জুলাইয়ে সফল তদন্ত শেষে হামলার পরিকল্পনাকারী, অর্থ সরবরাহকারী এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয়া হয়।

সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান বলেন, ২০১৯ সালের ২৭ নভেম্বর এ মামলার রায় দেন আদালত। এই রায়ে সাতজনের মৃত্যুদণ্ড দেয়া হয়। হোলি আর্টিজানে হামলার পর সিটিটিসি কল্যাণপুরে অপারেশন স্টর্ম ২৬, নারায়ণগঞ্জের অপারেশন হিট স্টর্ম ও গাজীপুরের পাতার টেকে অপারেশন স্পেট-৮-সহ দেশে উচ্চমাত্রার (হাইলি রিস্ক) অভিযান চালায়। সিটিটিসির গোয়েন্দা তথ্যের মাধ্যমে পরিচালিত এসব অভিযানে ৬৩ জঙ্গি নিহত হয়। সিটিটিসির এমন তৎপরতার কারণে জঙ্গিদের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে আছে।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘সিটিটিসি শুধু জঙ্গিবাদ নিয়ন্ত্রণে অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। অভিযানের পাশাপাশি তারা জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার সব কার্যক্রম গ্রহণ করেছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও জনপ্রতিনিধি, কারারক্ষী, কারা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ নিয়ে সারাদেশে ১৭৪টি সভা-সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনা গেছে। এই অবস্থায় জঙ্গিদের হামলা চালানোর সক্ষমতা নেই বললেও চলে।’

হোলি আর্টিজানের ঘটনায় আদালত বড় মিজানকে অব্যাহতি দিয়েছিল। তাহলে কি সিটিটিসির তদন্তে গাফিলতি ছিল বা মিজানের নাম ভুল করে এসেছিলÑএমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘ভুল করে তার নাম আসেনি। আমরা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। কিন্তু রায়ের বিষয়টি একান্তই আদালতের নিজস্ব বিষয়।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, জেএমবির শীর্ষ পর্যায়ের কয়েকজন সদস্যসহ জুন্নুদ আল তাওহিদ ও কানাডায় বসবাসরত তামিম চৌধুরী বাংলাদেশে এসে নব্য জেএমবি তৈরি করে। এ দেশের জঙ্গিদের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here