আজ থেকে সাত দিনের লকডাউন শুরু

0
0

 

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শুরু হচ্ছে সাত দিনের লকডাউন। এ সময়ের জন্য পৃথক নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গণপরিবহন, সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রথমবারের মতো তদারকি করতে নামানো হচ্ছে সেনাবাহিনী।

অভ্যন্তরীণ সব উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো ও আন্তর্জাতিক রুট এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। গতকাল জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।

এ সময়ের জন্য সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট, সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

এদিকে কভিড-১৯ বিস্তার নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আগামী সাত দিন সারাদেশে সেনা মোতায়েন থাকবে। সরকার সিদ্ধান্ত ঘোষণার পর বুধবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘‘করোনাভাইরাসের বিস্তাররোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ১-৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।”

জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর লকডাউন দেয়া হলে তখনও সেনা মোতায়েন হয়েছিল।

মাঝে পরিস্থিতির উন্নতিতে বিধিনিষেধ শিথিল হলেও সংক্রমণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময়ে সব অফিস-আদালত বন্ধ থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে শাস্তি হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে। এসব বিধিনিষেধ মানানোর ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

জনসমাবেশ হয় এমন সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান-ওয়ালিমা, জš§দিন, পিকনিক, পার্টি প্রভৃতি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অবশ্য জরুরি পণ্য ও সেবা পরিবহনে নিযুক্ত যানবাহন চলাচল করবে। এর মধ্যে রয়েছেÑআইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিষেবা হিসেবে বিবেচিত কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি প্রভৃতি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কভিড-১৯ টিকা দান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া)।

আরও রয়েছে বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন দেখিয়ে যাতায়াত করতে পারবে।

পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ড ভ্যান/কার্গো ভেসেল নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং সংশ্লিষ্ট অফিস নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উš§ুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার প্রভৃতি) বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। যারা কভিড-১৯-এর টিকার তারিখ পেয়েছেন, টিকা কার্ড দেখিয়ে তারা কেন্দ্রে যাতায়াত করতে পারবেন।

এছাড়া চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ ও মন্দিরসহ অন্য উপাসনালয়ে যাওয়া যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here