নিজস্ব প্রতিবেদক: সাতটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব খতিয়ে দেখবে। তবে এ সাত প্রতিষ্ঠানের মধ্যে ইভ্যালিকে রাখা হয়নি। তালিকায় রয়েছে আলিশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডটকম।
জানা গেছে, এসব প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের স্বার্থসংশ্নিষ্ট ব্যক্তির নামে কোনো হিসাব বর্তমানে বা এর আগে পরিচালিত হলে তা জানাতে বলা হবে। একই সঙ্গে হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীও পাঠাতে হবে।
গতকালই সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, এক সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের লেনদেন-সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে হবে।