সয়াবিন তেলের দাম কমল চার টাকা

0
0

 

নিজস্ব প্রতিবেদক: প্রতি লিটার সয়াবিন তেলের দাম চার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংগঠন থেকে জানানো হয়েছে, নতুন দাম আজ থেকে সারাদেশে কার্যকর হবে।

সংগঠনের সচিব নূরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, কভিড পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্য ভোজ্যতেলের দাম ১ জুলাই থেকে প্রতি লিটারে চার টাকা কমানো হয়েছে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন মূল্যতালিকা অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৯ টাকা আর খোলা এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১২৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম পড়বে ৭১২ টাকা এবং খোলা পাম সুপার এক লিটার তেলের দাম পড়বে ১০৮ টাকা।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধক্রমে তেলের মূল্য লিটারে চার টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ ১ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here