মোবাইল ফোনে আর্থিক সেবায় করপোরেট কর বাড়ছে না

0
0

 

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের বাজেটে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) ওপর বাড়তি যে কর আরোপের প্রস্তাব করা হয়েছিল, তা বাদ দেয়া হয়েছে। অর্থাৎ এমএফএস কোম্পানিগুলো আগের মতোই সাড়ে ৩২ শতাংশ হারে করপোরেট কর দেবে। গতকাল জাতীয় সংসদে এ সংশোধনী এনে ২০২১-২২ অর্থবছরের অর্থবিল কণ্ঠভোটে পাস হয়।

এর আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যদের দেয়া সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হয়। গত ৩ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রস্তাবিত বাজেটে এমএফএস কোম্পানিগুলোর ওপর বাড়তি কর আরোপের কথা বলা হয়। তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে করহার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৩৭ শতাংশ এবং তালিকাভুক্ত না হলে করহার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার কথা বলা হয় প্রস্তাবে।

গতকাল সংসদে অর্থবিল পাসের আগে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ এমএফএস সেবায় অতিরিক্ত ওই কর আরোপের বিষয়টি সংশোধনের প্রস্তাব তোলেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।

২০১২ সালে বিকাশ সেবা চালু করার পর দেশে এখন নগদ, রকেট, ইউক্যাশ, এমক্যাশ, শিওরক্যাশ ও উপায়সহ ১৬টির মতো কোম্পানি এমএফএস সেবা দিচ্ছে। জানা গেছে, বাজেট ঘোষণার পর এমএফএস প্রতিষ্ঠানগুলো পৃথকভাবে করপোরেট কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করে। এনবিআর প্রতিষ্ঠানগুলোর আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এ খাতে করপোরেট কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে এমএফএস প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। কারণ আগে তাদের ৩২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হতো। যেহেতু পুঁজিবাজারে তালিকাবহির্ভূত সাধারণ কোম্পানির করহার ৩০ শতাংশ করা হয়েছে, তাই এমএফএস প্রতিষ্ঠানকে ওই হারেই কর দিতে হবে।

প্রসঙ্গত, ২০১০ সালে এমএফএস কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালের ৩১ মার্চ বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক রকেট নামে প্রথম এ সেবা চালু করে। এরপর ব্র্যাক ব্যাংক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ সেবা চালু করে। বর্তমানে ১৫টি মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑবিকাশ, রকেট, এম ক্যাশ, শিওর ক্যাশ, ইউক্যাশ, মোবাইল মানি, নগদ ও উপায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here