নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। আজ বুধবার সকাল ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় দগ্ধ ইমরান হোসেনের (২৫) মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছাড়াও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। প্রথম থেকেই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ইমরান। আজ সকালে তার মৃত্যু হলো।’
উল্লেখ্য, ইমরান হোসেন বেঙ্গল মিডে চাকরি করতেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার লাউকাঠি গ্রামের আব্দুল মজিব ভূঁইয়ার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। স্ত্রীসহ মগবাজার এলাকায় থাকতেন তিনি।