চীনের সিনোফার্মের প্রথম চালান ২০ লাখ টিকা আসছে

0
0

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিকভাবে কেনা চীনের সিনোফার্মের টিকার প্রথম চালান বাংলাদেশে আসছে।বেইজিং ২০ লাখ ডোজ বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত আছে বলে জানা গেছে।

ঢাকায় নিযুক্ত চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার ফেসবুকে দেওয়া বার্তায় হুয়ালং বলেন, ‘সিনোফর্ম থেকে বাংলাদেশে পাঠানোর জন্য ২০ লাখ ডোজ টিকা প্রস্তুত। মহামারীটির নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে চীন আমাদের বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।’

এর আগে গত ২৫ মে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনবে এবং এই টিকার প্রথম চালান জুনে ঢাকায় আসতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন থেকে টিকা কেনার বিষয়ে আলোচনা ইতিবাচক অবস্থায় আছে। এ বিষয়ে চুক্তি প্রায় চূড়ান্ত। খুব শিগগির চুক্তি সম্পন্ন হবে।’

মোমেন জানান, বাংলাদেশ চীন থেকে জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে ৫০ লাখ করে মোট দেড় কোটি টিকা কিনতে চেয়েছে। আমরা বিশ্বাস করি বিনা বাঁধায় এ টিকা আনতে পারবো।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here