নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে বিধিনিষেধের মধ্যেও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে চলাচল করতে পারবেন। তবে বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচল। আজ বুধবার বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে। । অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থায় চালু থাকবে শিল্পকারখানা। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।