শিমুলিয়া ঘাটে যাত্রী-যানবাহনের চাপ

0
0

নিজস্ব প্রতিবেদক: কঠোর লকডাউনের ঘোষণায় শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটে ফেরিতে যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রী সাধারণ। অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক দেখা যায়নি। লকডাউনে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে এ চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সুপারিন্টেন্ডেন্ট মেহেদী হাসান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ১৫টির মধ্যে ১৪টি ফেরিই চলাচল করছে।

লকডাউনের নিয়ম অনুযায়ী, ফেরিতে শুধু রোগী বহনকারী গাড়ি এবং জরুরি পণ্য পরিবহনের গাড়ি ছাড়া সবকিছু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। মানুষের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।

শরীয়তপুরের গোসাইরহাট থেকে ঢাকামুখী যাত্রী রাশেদ ইসলাম বলেন, আমার বুকে ও ঘাড়ে ভীষণ ব্যথা। তাই বাধ্য হয়ে লকডাউনের মধ্যেও ঢাকায় ডাক্তার দেখাতে ঢাকায় যাচ্ছি।

গোসাইরহাট থেকে শিমুলিয়া ঘাটে আসতে আগে ১৫০ টাকা খরচ হতো। আর এখন সেখানে ৫০০ টাকা খরচ হয়ে গেছে। ঢাকায় যেতে আরও অন্তত ৩০০ টাকা লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here