প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

0
0

ক্রীড়া ডেস্ক: খুব কঠিন প্রতিপক্ষ প্যারাগুয়ে। এ প্রমাণ ফের পাওয়া গেল বাংলাশে সময় মঙ্গলবার ভোরে। তবে এদিন দলটির সঙ্গে ভাগ্য ছিলো না। সে সুযোগে দারুণ দক্ষতার পরিচয় দিয়ে আলেহান্দ্রো গোমেসের শুরুর গোলে জিতে সবার আগে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারাতে পারল তারা।

আগের ম্যাচের একাদশ থেকে মঙ্গলবার ছয়টি পরিবর্তন আনে আর্জেন্টিনা কোচ। তবে মাঠের পারফরম্যান্সের পড়েনি তার কোন প্রভাব। আগের মতোই দারুণ খেলতে থাকে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত এর সুফল দলটি ঘরে তোলে ম্যাচের ১০ম মিনিটেই। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া খুঁজে নেন গোমেসকে। বাকিটা অনায়াসে সারেন সেভিয়ার এই ফরোয়ার্ড। মেসি অবশ্য ম্যাচের ১৮তম মিনিটে প্রায় গোলের দেখা পেয়েই যাচ্ছিলেন। কিন্তু তার নেয়া ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় প্যারাগুয়ে। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা।৪২তম মিনিটে মেসির ফ্রি কিকে বল পান ডি মারিয়া। তার ক্রসে হেরমান পেস্সেইয়ার হেড লক্ষ্যেই ছিল কিন্তু ছিল না জোর। সহজেই নিয়ন্ত্রণে নেন প্যরাগুয়ে গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণে নিজেদের কিছুটা গুটিয়ে নেয় আর্জেন্টিনা। প্রচুর জায়গা পাওয়া প্যারাগুয়ে বল দখলে রেখে চেপে ধরে তাদের।এক পর্যায়ে টানা চারটি কর্নার পায় প্যারাগুয়ে। কিন্তু একবারও মার্তিনেসের পরীক্ষা নিতে পারেনি তারা। ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে খেই হারায় তাদের প্রায় সব আক্রমণ।

দেশের হয়ে হাভিয়ের মাসচেরানোর সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করার দিনে শেষ দিকে গোলের একটি সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার ফ্রি কিক ফিরিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে বেশ রক্ষণাত্বক কৌশল নেয় আর্জেন্টিনা। দলটির খেলা দেখে দর্শকদের মনে হয়েছে গোল করবও না আবারও হজমও করবনা। শেষ পর্যন্ত এ কৌশলে দলটি হয়েছে সফল। সঙ্গে সঙ্গে কোপার কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ নিয়েই মাঠে ছাড়ে লিওনেল মেসির দল।

৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো আর্জেন্টিনা। বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা প্যারাগুয়ের এটি প্রথম হার। ৩ পয়েন্ট নিয়ে নিয়ে দলটি আছে তিন নম্বরে। চিলি ৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ১ পয়েন্ট নিয়ে চারে কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here