প্রথম ধাপে ২০৪টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

0
0

 

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখীর মধ্যেই প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিচ্ছে ভোটাররা।

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের উপস্থিতি। ২০৪টি ইউপির মধ্যে ১৮৪টিতে ব্যালটের মাধ্যমে এবং ২০টি ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে।

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ চলছে। ১০ বছর পর হওয়া এই নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, লাইনে দাঁড়িয়ে ভোটদানে অংশ নিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঝালকাঠি সদর পৌরসভাতেও আজ ভোট হচ্ছে।

প্রথমধাপে বরিশালের ১০টি উপজেলার মধ্যে ৯টি উপজেলার ৫০টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা ভোট দিচ্ছেন। তবে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।
এদিকে, ভোলোর চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউপি সদস্য প্রার্থীদের দুই পক্ষের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে ১ জন। এ সময় আহত হয়েছে ১জন।

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের ভোটকেন্দ্রে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পর ওই কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

বরগুনায় ২৯টি ইউনিয়নের মধ্যে বরগুনা সদরে দুটি ও বেতাগী ও আমতলীতে একটি করে মোট চারটি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ চলছে। তবে সামাজিক স্বাস্থ্যবিধি মানছেনা ভোটাররা। ২৯টি ইউনিয়নে ১৬০জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে লক্ষ্মীপুর-২ আসনের আলোচিত সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এছাড়া প্রথম ধাপে, লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনও হচ্ছে আজ।

মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটার উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া সুমানগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে উৎসবমুখর ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে।

নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ইউনিয়ন পরিষদে মোবাইল পুলিশ টিম, স্ট্রাইকিং পুলিশ টিম, র‌্যাবের টিম, প্লাটুন বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here